গৃহ সীমানার লক্ষণ বিচার ?

১। গৃহের পূর্বদিকে চাপাফুলের গাছ থাকিলে—অর্থাদি ও বস্ত্রাদির অভাব থাকেনা। গৃহীর সৌভাগ্য বৃদ্ধি হয়।

২। গৃহসীমানায় আম, কাঁঠাল, লেবু, বেল, ও কুল গাছ থাকিলে—প্রজাবৃদ্ধি হয়, অর্থাৎ পুত্র-পৌত্রাদি বৃদ্ধি হয়।

৩। উপরােক্ত গাছগুলি যদি গৃহ সীমানায় ডানদিকে থাকে, তাহলে দৈনন্দিন সৌভাগ্য লাভ হয়ে থাকে।

৪। গৃহের পূর্বদিকের সীমানায় বা দক্ষিণদিকের সীমানায় আনারসও জামগাছ থাকিলে-বন্ধু-বান্ধব, আত্মীয় বৃদ্ধি পায়।

৫। গৃহের দক্ষিণ ও পশ্চিম সীমানায় বা ঈশান কোণে সুপারী গাছ থাকিলে—গৃহস্থের পুত্র-পৌত্রাদি বৃদ্ধি হয়।

৬। গৃহ সীমানার আশে-পাশে নারকেল গাছ থাকা গৃহস্থের পক্ষে মঙ্গলজনক।

৭। গৃহের আশ-পাশে তাল, তেঁতুল, ডুমুর, শিমূল, বট ও বাঁশ গাছ থাকিলে–গৃহস্থের কোন উন্নতি হয় না এবং নানাপ্রকার অমঙ্গল হয়।