গৃহ প্রবেশের শুভাশুভ ফল

নতুন গৃহ নির্মাণ হবার পর, প্রথম যেদিন গৃহে প্রবেশ করা হয়, সেই দিনটি বিচার করে গৃহপ্রবেশ করা উচিত।

১। বুধবারে গৃহপ্রবেশ করিলে-বংশবৃদ্ধি হয়।
২। সােমবারে গৃহপ্রবেশ করিলে–পুত্র সন্তানাদি বৃদ্ধি হয়। গাভী দুগ্ধবতী হয়।
৩। বৃহস্পতিবারে গৃহপ্রবেশ করিলে—অর্থাদি বৃদ্ধি হয়, ধন-ধান্য বৃদ্ধি হয়।
৪। শুক্রবারে গৃহপ্রবেশ করিলে–উত্তম খাদ্যাদি লাভ হয়।
৫] শুক্লপক্ষে গৃহপ্রবেশ করিলে–গৃহস্থের গৃহে চুরির ভয় থাকে না।
৬। কৃষ্ণপক্ষে গৃহপ্রবেশ করিলে–গৃহে মাঝে মাঝে ছােট-বড় চুরি হইবার সম্ভাবনা।
৭। বৃশ্চিক, ধনু, কন্যা, মিথুন, কুম্ভ ও মীন এবং মকর লগ্নে গৃহপ্রবেশ করিলে—গৃহস্থের কল্যাণ হয়।
৮| মঘা, অশ্লেষা, পূর্বফল্গুনী, পূৰ্ব্বাষাঢ়া, পূর্বভাদ্রপদ নক্ষত্রে গৃহপ্রবেশ করিলে—গৃহস্থের হানি হয়।
৯। অমাবস্যা, চতুর্থী, নবমী, ত্রয়ােদশী ও চতুর্দশী তিথিতে গৃহপ্রবেশ নিষিদ্ধ।